![]() |
| pic : U.S observation team |
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচনের আগ থেকেই সতর্ক করছেন বাংলাদেশকে। বাংলাদেশের গনতন্ত্র, মানবাধিকার ও শ্রমধিকার নিয়ে বেশ তৎপর যুক্তরাষ্ট্র। নির্বাচনের পূর্বে তাদের ভিসা নিষেধাজ্ঞাসহ গনতন্ত্রের পক্ষে অনেক বিবৃতি সরকারকে ঢাল-মাটাল অবস্থা সৃষ্টি করে। ৭ ই জানুয়ারী নির্বাচনের পর দেখা যায় তার ভিন্নরুপ তারা বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে এবং সরকারের সাথে কাজ করতে কাজ করতে আগ্রহী। বাংলাদেশ সরকার কি তাহলে তাদের সাথে কাজ করতে তাদের সকল দাবী মেনে নিবে।এই প্রশ্নের উত্তর ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়ে দিয়েছেন তারা (যুক্তরাষ্ট্র) আমাদের প্রভু আমরা তাদের সাথে কাজ করতে চাই। আজ ২৮ ই ফেব্রুয়ারী সকালে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন " বিএনপি তাদের প্রভুরা আসলেই অভিযোগ নিয়ে যায়।তারা তাদের (যুক্তরাষ্ট্র) কাছে যা চায় তা পায় নাই। তাই বিএনপি আরো বেপরোয়া হয়ে গেছে।" গত ২৪ ই ফেব্রুয়ারী আসা মার্কিন তিন প্রতিনিধি দল তিনদিনের সফর
![]() |
| সুশীল সমাজ ও মার্কিন প্রতিনিধি |
বিএনপি, শ্রমিক প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গদের সাথে সাক্ষাৎ করেন। এ সাক্ষাৎতে বিএনপি তাদের নেতাকর্মীর গ্রেফতার ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। অপরদিকে সরকারর প্রতিনিধি ডা. হাসান মাহমুদের সাথে সাক্ষাৎতের বিষয় জানালেন হাসান মাহমুদ। তিনি বলেন "যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন একসাথে কাজ করবে ঢাকা-ওয়াসিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের চিঠিতে সেটাই স্পষ্ট হয় এবং তাদের এই সফরের উদেশ্যও তাই।
![]() |
| pic: US observers & Dr.Hasan Mahmud |



1 Comments
আপনার মতামত জানান এবং আপনাদের মতামত অনুসারে কন্টেন্ট লিখতে সাহায্য করুন। আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে এখানে
ReplyDeleteWelcome from our trending news. Thank you for your comment. We value your opinion. We write content with your feedback. I would be grateful if you would please follow me on my site