Header

Wellcome to my Trending News! Website. Thank you

We need a content writer for this website Details more.........

পবিত্র মাহে রমজানে নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা



আজ থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। গতকাল রাতে রমজানের চাঁদ দেখা গেছে বাংলাদেশসহ সারাবিশ্বে। এরইমধ্যে মুসলমানদের পবিত্র সংযমে দিনক্ষন শুরু হয়ে গেছে এটি মুসলমানদের জন্য একটি ইবাদতের মাস। বিশ্বের সকল বিখ্যাত ব্যাক্তিবর্গদের মতো মুসলিম বিদ্বেষীতে আলোচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিশ্বের সকল মুসলমানদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন এবং মুসলিমদের সুস্বাস্থ্য কামনা করেন। তিনি আজ  তার ভেরিফাইড টুইটার একাউন্ট এক্সে এই শুভেচ্ছা জানান।  

তবে এনিয়ে তীব্র ক্রিয়া-প্রতিক্রিয়া তো থাকছেই। কারন প্রতিনিয়তই শুনা যায় ভারতে হিন্দু - মুসলিম দ্বন্দ্ব।  ভারতে মুসলমানদের হেয় করা হচ্ছে বিভিন্নভাবে সেটা স্পষ্ট।  তবে ভারতে যে মুসলমান রয়েছে তা বাংলাদেশের জনসংখ্যার তুলনায়ও কম নয়।  ভারতে প্রায় ১৬ শতাংশ মানুষ মুসলমান। এসংখ্যাটাও যে কম নয় সেটা স্পষ্ট  প্রায় ১৭ কোটির মতো মুসলমানদের এড়িয়ে তো  একটা দেশ এগিয়ে যেতে পারে না সেটা কারোই নির্বোধ্য নয়। ভারত থেকে মুসলিম অপসারণের চেষ্টার অভিযোগও শোনা যাচ্ছে সে দেশের মুসলিমদের কাছে। তাদের দাবী ভারতেই প্রথম  ভারতে বিশ্বে প্রথম মুসলিম অঞ্চল। তাই তারা এখানেই থাকতে অটল। মহানবী হযরত মুহাম্মদ (স:) এর আমলে ৬২৯ খ্রিস্টাব্দে  ভারতে  প্রথম মসজিদ স্থাপিত হয়। সপ্তম শতাব্দীতে ভারতে আরব মুসলমানরা বসতি স্থাপন করেন এবং তখন থেকেই এখানে মুসলিম অঞ্চল প্রতিষ্ঠা হয়। তারপর থেকেই ভারতের সাথে আরব মুসলমানদের বানিজ্য সম্পর্ক শুরু হয়। এরই ধারাবাহিকতা এখনো আছে। তবে এখন ভারতকে একটি হিন্দু সংখ্যা গরিষ্ঠ দেশ বলা হয়।  তাই ভারতে এখন সংখ্যালঘু মুসলিম নির্যাতিত।  এর তীব্র নিন্দ জানিয়ে বাংলাদেশ বেশকিছু দিন ভারতীয় পন্যবয়কট ডাক শুনা গেলেও তাতে বাংলাদেশ সরকার কোনো সাড়া দেন নি। বরং তারা প্রতিবেশী দেশ হিসাবে ভারতের পরম বন্ধু হয়ে থাকতে চায় তাই তারা বিকল্পহীন।  


Post a Comment

0 Comments