![]() |
| রাজধানীর কারওয়ান বাজার |
আজ ১২ মার্চ বাংলাদেশে শুরু হলো রমজানের প্রথম ইফতার । প্রতি বছরের মতো এবছরও ইফতার পন্য ক্রেতা-বিক্রেতার ভীর। তারা পবিত্র এ সাওম মাসে সারাদিন আত্মা সংযমের সাথে পানাহারহীন থেকে সন্ধ্যায় ইফতারের জন্য বাজারে ভীর করে। তবে এবার একটি ভিন্নরুপে ক্রেতারা, তারা দ্রব্যমূল্যের অস্বস্তিতে সাধারন মানুষ।
![]() |
| pic:Iftar items |
তারমধ্য খেজুর, আঙ্গুর,মালটা, আনারস, শশা ইত্যাদি এর মূল্য প্রায় আকাশচুম্বী। যা বিগত বছরের তুলনায় প্রায় দ্বিগুন। সাধারন ক্রেতাদের নাগালের বাইরে থাকলেও ভীর দেখা গেছে রাজধানীর কারওয়ান বাজারসহ ভিবিন্ন স্থানে। তবে সরকারের কঠোর নজরদারির পরও এমন দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ক্রেতারা। যদিও বিক্রেতাদের অভিযোগ, সরকার ট্যাক্স বাড়ানোর ফলেই খেজুরের দাম বৃদ্ধি পেয়েছে। তাদের ক্রয়মূল্য+ট্যাক্স সব খরচ মিলিয়ে খেজুরের দাম বৃদ্ধি। তবে দেশীয় উৎপাদন পন্যের দামও অসহনীয়। তরমুজ দেশের দক্ষিণ অঞ্চলের উৎপাদিত পন্য।
![]() |
| collected pic: google |
তবে তার দাম ও আগের তুলনায় দ্বিগুনেরও বেশি। রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেছে ৩০০ টাকার তরমুজ বিক্রি করা হচ্ছে ৮০০ টাকায়। খেজুর বিক্রি করা হচ্ছে ৪০০- ৮০০ টাকায়। তবে এবার খেজুর নিয়ে বেশ আলোচনায় ছিলো। বিশেষ করে শিল্প মন্ত্রীর বক্তব্য নিয়ে ধর্মপ্রাণ মুসলিমদের মনে ক্ষোভের সৃষ্টি হয়। এর পরেই শুরু খেজুরের দামও নির্ধারণ করেন সরকার। তবে কেউ সে দামে বিক্রি করছে না খেজুর। তাহলে কি বাজার নিয়ন্ত্রণ সরকারে বাইরে? সরকার বাজারের ব্যবসায়িক সিন্ডিকেট দমনে বেশ তৎপর তবে তাতে কোনো সারা মিলছে না। সরকারের মন্ত্রীরাও এ নিয়ে বেশ চিন্তিত। শিল্প মন্ত্রী বারবার ব্যাবসায়ীদের সাথে বৈঠক করছে তাদের বিভিন্নভাবে বুঝাচ্ছে। তাদের কথা শুনছে তাদের। তারপরও দাম কমছেই না।
![]() |
| মাহে রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি |
তবে উর্ধ্বমূল্যের তৈলের দাম কিছুটা কমিয়ে আনতে সফল হয়েছে সরকার। বিশেষজ্ঞর মতে সরকারের কঠোরতা কতটুকু আমলারা মানছে তারা কতটুকু দায়িত্বশীল হচ্ছে সেটাই মূল বিষয়। সরকার চেষ্টা করছে কিন্তু যে যে দায়িত্বে আছে সে যদি সেটা সঠিকভাবে না পালন করে তবে সরকার সেটা নিয়ন্ত্রণ করতে চ্যালেঞ্জের মুখে পড়বেই। আমাদের প্রশাসন, আমলা সকলকেই এটা নিয়ে ভাবতে হবে।

.jpeg)
.jpeg)

0 Comments
Welcome from our trending news. Thank you for your comment. We value your opinion. We write content with your feedback. I would be grateful if you would please follow me on my site