Header

Wellcome to my Trending News! Website. Thank you

We need a content writer for this website Details more.........

শিক্ষার্থীর স্বার্থে ছাত্রদলের যে পরিবর্তন আনা দরকার

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 



ছাত্রদল রাজনীতির আমল পরিবর্তন আনতে চায়। এটা আমি বিশ্বাস করি এবং তার নজিরও দেখতে পাচ্ছি।তারা বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা বাড়াতে এবং আশ্বাস্থ করছে কিভাবে একটি সুন্দর রাজনীতি উপহার দিবে। একইসাথে শিবিরও ক্যাম্পাস ভিত্তিক কর্মসূচি দিচ্ছে যা ২৪ কে ফোকাস করে শুধু। ছাত্রদল জাতীয় ইস্যু নিয়েও কর্মসূচি দিচ্ছে। বেশ ভালো লাগছে সবাই এক সুরে কাজ করছে। তবে একটা বিষয় আমি আপত্তি বা আমার মত সাধারণ শিক্ষার্থীদের অভিযোগই বলা যায়। সেটা হলো তাদের কর্মসূচিতে স্লোগান৷ স্লোগানটা হয়,।...খালেদা,, জিয়া,,,

তারেক,,, রহমান,,,,।আমার মনে হয় ছাত্রদল যখন সাধারণ শিক্ষার্থী নিয়ে এই স্লোগান না দিয়ে,  বাংলাদেশ জিন্দাবাদ,,, ছাত্রদল জিন্দাবাদ বা কবি নজরুল, ঢাবি,জাবি,জবি,রাবি ইত্যাদি ছাত্রদল জিন্দাবাদ। এগুলো হলে বিষয়টা ভালো লাগে। তবে তারা বিএনপির প্রগ্রামে বা ক্যাম্পাসের বাইরে যেটা হবে বিএনপির  দলীয় প্রগ্রাম সেখানে দিবে। এটা তাদের স্বাধিকার।   আমি মনে করি তারেক রহমান বিএনপির বড় পরিবর্তন আনছে। তিনি মহান তার মতো নেতৃত্ব অতুলনীয়। তিনি কত মহান সেটা চিন্তা করুন, তিনি বলেন আমাকে কেউ দেশনায়ক বলবেন না, আমি ২০২০ সাল থেকে তারেক রহমানের প্রত্যেকটি বক্তব্য শুনি এবং পর্যবেক্ষণ করছি তিনি তখনই বিব্রত হন যখন কেউ তার নামে স্লোগান দেন এবং তাকে এফপ্রোশিয়েট করতে দেশনায়ক বলে ফেলেন। তখনই তিনি থামিয়ে দেন বলেন হয়েছে থামুন, ধন্যবাদ।  তিনি কত মহান হলে নিজের সমালোচনা করেন, তিনি বলেন আমার হাতের লেখা খুব খারাপ আমি যখন কিছু লিখি সেটা আমার স্ত্রী বুঝে না,আমি তাকে বুঝিয়ে দিতে গিয়ে নিজেই হতাশ হই। ২০০৪ সালে একটি টকশোতে তাকে প্রশ্ন করা হয় দ্রব্যমূল্যের দাম কি একটু  বেশি না ? তিনি উত্তর দেন হ্যা বেশি আমার স্ত্রী তো বলে বাজারে দাম অনেক বেশি। তখন তিনি আত্মসমালোচনা করেন। বাংলাদেশে এমন ব্যাক্তি কি আছে যিনি আত্মসমালোচনা করেন। আমি ঐসব ব্যাক্তিদের নিসন্দেহে সৎ এবং সফল বলবো যারা আত্ম সমালোচনা করে। তাই ছাত্রদলের স্লোগান তারেক রহমান একটু অপছন্দই করবেন বলে আমার আশা। তারেক রহমান হয়ত ছাত্রদলকে স্বতন্ত্র করে দিয়েছে বিএনপির লেজুড় রাখতে চায় না। তাই ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এটা নিয়ে ভাবলে আমি মনে করি বিষয়টা ইতিবাচক।  আমি চাই বিষয়টি তারেক রহমানের কাছে আলোকপাত হোক। ছাত্রদল ১৯৯০ সালের মতো প্রত্যেকটি ক্যাম্পসে জনপ্রিয় সংগঠন হিসেবে নেতৃত্ব দান করবে বলে আমার প্রত্যাশা।


Post a Comment

0 Comments