![]() |
| ১৯৭১,১৬ ই ডিসেম্বর ভারতীয় সৈন্যর কাছে পাকবাহিনীর আত্ম সমর্পণ। |
আজকে বাংলাদেশ ভারতের পতকার অবমাননা করার প্রতিবাদে সমাবেশে ভারতের এক নেতার বক্তব্য ছিলো
"আমরা ১৭ হাজার সৈন্য ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছি।বাংলাদেশ সেই ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ ভালো হবে না। " আমি আপনার কথার সমর্থন করি যে ইতিহাস ভুলে গেলে ভবিষ্যতে ভালো হয় না। কিন্তু আমাদের প্রকৃত ইতিহাসটা জানতে হবে
আপনরা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় অবদান রাখছেন সেটা আমরা অস্বীকার করি না। আপনার সরকার যদি আপনার মতো একই ভাবনা ভাবে যে তারা সহযোগিতা করছে তাই আমাদের দাস বানিয়ে রাখবে। তাহলে ভারত সরকারের কাছে প্রশ্ন??
থাকবে আপনারা ৭১ সনে কোন চুক্তিতে আমাদের সহযোগিতা করেছেন।চুক্তিটা কি এমন ছিলো যে আপনারা আমাদের দেশ চালাবেন বা আমাদের দেশে হস্তক্ষেপ করবেন অথবা আমাদের দেশের কোনো খন্ড আপনারা চাইছেন। সেটা পরিষ্কার করুন। তারপরে আমরা সিদ্ধান্ত নিবো আমাদের আবার স্বাধীন হবার দরকার আছে কিনা। আমরা গোলামীর জিঞ্জির ছিন্ন করছি ৩০ লক্ষ শহীদের বিনিময়ে।তারপরও সেই গোলামী মানবো কিনা সেটা আমরা সিদ্ধান্ত নিবো।
আপনারা বেগম খালেদাজিয়াকে জেলবন্দী করে দেশের প্রভুত্ব নিয়েছেন। বেগম খালেদাজিয়া বলেছিলেন, ওদের (আওয়ামী লীগ) হাতে গোলামীর জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা। সেদিনই আমরা বুঝতে পেরেছি। খালেদা জিয়াকে মাইনাস করতে আপনারা সব করবেন। সেটাই করেছেন। আজ তাই বাংলার মানুষ রুখে দাড়িয়েছে। বেগম খালেদাজিয়াকে সেলুট জানাই তিনি আপনাদের সাথে ১/১১ তে আপোষ করে জেল থেকে বের হন নাই। তবে দূর্ভাগ্য আমাদের আমরা খালেদা জিয়াকে মুক্ত করতে পারি নাই। তিনি থাকতে বাংলাদেশের মানুষ কারো গোলামি করে চলতে হয়নি। বাংলাদেশ মাথা উঁচু করে দাড়িয়েছে। ঠিক যেমনটা জিয়াউর রহমান ছিলো। জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নাম ছিলো সম্মানিত। আমরা খালেদা জিয়াকে ভুলবো না। তার মতো নেতৃত্ব চাই। বিএনপির যারা খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শ ধারন করতে পারবে তাদেরই নেতৃত্ব থাকা উচিত নয়ত পদাতিত করা উচিত।
.jpeg)
0 Comments
Welcome from our trending news. Thank you for your comment. We value your opinion. We write content with your feedback. I would be grateful if you would please follow me on my site