![]() |
ছবি: বাংলাদেশ-ভারত সীমান্ত |
জবাবে মিস গান্ধী বলেন, "আমি আশা করি ভারত সেটা করবে না। আমরা সবসময় শান্তির পক্ষে। আমরা আলোচনায় বিশ্বাস করি। তবে একই সাথে আমরা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারি না।"
ইন্দিরা গান্ধী বেশ জোর দিয়ে বলেন, পাকিস্তান আর আগের মতো হবে না। তিনি একই সাথে সতর্ক করে বলেন, প্রতিবেশী দেশে যা ঘটছে সে ব্যাপারে ভারত চোখ বন্ধ করে রাখতে পারে না
এমন কথা বললেও তারা পাকিস্তানের সাথে যুদ্ধ চালিয়ে যায়।
বাংলাদেশের অস্থায়ী সরকার, যুদ্ধকালীন সময়ে প্রশিক্ষণ সবটাই করেছিলো ভারতে।
জেনারেল জ্যাক জেকব। তাঁর রণকৌশলে মাত্র ১৩দিনে পরাজিত হয়েছিল পাকিস্তান।
১৯৭১ সালের ৩ রা ডিসেম্বরে ভারত-বাংদেশ একযোগে যুদ্ধবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে। বাংলাদেশর অস্থায়ী সরকার তাজউদ্দীন আহমদও তাকে সমর্থন জানায়।তিনি বলেন আমরা এক- আমরা শত্রুদের মোকাবিলা করতে ঐক্যবদ্ধ।
তখন পুরোটা ছিলো ভারতের উস্কানি এবং তাদের সম্পূর্ণ সহোযোগিতা।
ভারত-বাংলাদেশের সম্পর্ক বাকযুদ্ধ স্বার্থ কার:-
ভারতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে প্রেস রিলিজ করেছেন সেখানে বেশ হুমকি দিয়ে ভারতীয় মিডিয়া ও RAW এর এজেন্টকে হুশিয়ারি করে। এতে ভারতের নজরে আসে বাংলাদেশ ইস্যু এবং সীমান্তে জোরদার করে। তাহলে ভারতের সাথে যুদ্ধ হলে বাংলাদেশের কি হবে? আর এখানে স্বার্থ কার। ভারতের সাথে রাজনৈতিক সমাধান না করে কেন উস্কানিমূলক বক্তব্য। এগুলো কি বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। কোনো একটি স্বার্থমহল এখানেও কাজ করছে। যেমন করেছিলো ভারত ১৯৭১ সালে। তখন হয়ত আমরা বাঙ্গালীরা জানি নাই এখন সেটা ঠিকই অনুধাবন করতে পারছি। ভারতের সাথে বাকযুদ্ধও সাধারণ মানুষ চায় না। বাংলাদেশের মানুষ চায় ভারতের আধিপত্য দূর করতে। সেটা কি যুদ্ধেই সমাধান। তা নয়। রাজনৈতিক ও কূটনীতিক সমাধান করতে হবে। ভারতের সাথে আমরা পারবো না ব্যাপারটা এমন নয়। যুদ্ধে দুইদেশের থেকে লাভবান হয় বেশি স্বার্থন্বসীরা। তবে আমাদের এখনই ভারতে সকল আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে সেটা শুধু দেশে নয় আন্তর্জাতিক বিশ্বেও ঐক্য রাখতে হবে। প্রস্তুতিবিহীন কিছুই ভালো ফল বয়ে আনে না। দেশেও এখন রাজনৈতিক অবস্থা বেশ একটা ভালো না, তাহলে এই ভারতের বিরুদ্ধে থাকতে পারি কিন্তু যুদ্ধের কথা আসলে সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ নাই। বিদেশি কারো প্রেসক্রিপশনে আমরা উস্কে যাচ্ছি। আমাদের শান্ত থাকা খুবই অবশ্যম্ভাবী।

0 Comments
Welcome from our trending news. Thank you for your comment. We value your opinion. We write content with your feedback. I would be grateful if you would please follow me on my site