উচ্চ মাধ্যমিক একাদশ-দ্বাদশ শ্রেনীর পদার্থ বিজ্ঞান বই
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো : আমির হোসেন আজ ১৪ মার্চ সকাল ৮ টার দিকে ইন্তেকাল করেন। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। এবিষয়ে কথা বলেন মরহুম অধ্যাপক ড. মো: আমির হোসেনের ছেলে ড. মো : আসিফ হোসেন। তিনি জানান ড.মোঃ আমির হোসেনের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাদ জোহর এবং পরবর্তী জানাযা হবে মিরপুরে পল্লবীতে।
ড. মোঃ আমির হোসেন বিগত (২০০৯-২০১৩) প্রায় সাড়ে চার বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করেন এবং এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞানের অধ্যাপক হিসেবে কাজ করছিলেন। তিনি এইচএসসি তথা উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞান বই লেখক হিসেবেও বেশ পরিচিত লাভ করে। হাসান বুক হাউস পাবলিকেশনে এই বইয়ের সম্পাদক হিসেবে কাজ করেন অধ্যাপক ড. মোঃ আমির হোসেন।
0 Comments
Welcome from our trending news. Thank you for your comment. We value your opinion. We write content with your feedback. I would be grateful if you would please follow me on my site