![]() |
| Major hafiz uddin |
আজ বিকালে জেল থেকে জামিনের পর এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সম্মুখে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব মেজর হাফিজ উদ্দিন। বিএনপি নেতা আলালসহ সেখানে বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছ ছিলেন। এসময় মেজর হাফিজ বলেন " জিয়াউর রহমান একজন সাহসী মানুষ ছিলেন।তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কিন্ত এখন শাসকদল কিশোরদের মাঝে ছড়িয়ে দিচ্ছে যে তিনি রাজাকার ছিলেন। শাসক দল তাকে নিয়ে মস্করা করে, যে তিনি নাকি দারোয়ান, ঘন্টা বাজিয়েছে।এসময় তিনি মুক্তিযুদ্ধদের কারাবাসের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, শাসকদল নিজেদের মুক্তিযুদ্ধর দাবী করে কিন্তু তারা যে কর্মকাণ্ড করে তার অনেকই মুক্তি যুদ্ধ বিরোধী। আমি তাদের কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধ দেখতে পাচ্ছি না। তারা অনেক ভুয়া মুক্তিযুদ্ধের স্থান দিয়েছে প্রকৃত মুক্তিযুদ্ধাদের স্থলে। তিনি বলেন, যেখানে ১ লাখ মুক্তিযুদ্ধা ছিলো সেখানে ২.৫ লাখ মুক্তিযুদ্ধা হলো কিভাবে? তিনি আরো বলেন, বর্তমানে জিয়াউর রহমানের মতো স্বাধীনতার ঘোষকের যদি এই অবস্থা হয় তবে আমাদের মতো লোকে জেলে যেতে হবে এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। তিনি বলেন, ২৫ শে মার্চ ক্রাকডাইনের পরে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। জিয়াউর রহমান দেশবাসীকে উজ্জীবিত করেছেন, অনুপ্রাণিত করেছেন যা সারাবিশ্বের মানুষ জেনেছেন। আমি মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র যুদ্ধ করেছি বিভিন্ন রণাঙ্গনে। তবে এখন বিভিন্ন জায়গায় তরুণ-তরুণীদের মাঝে এই ধারনা দেয়া হয় যেন বিভিন্ন সময়ে রাজনৈতিক ভাষনের কারনে দেশ স্বাধীন হয়েছে। এই যে হাজার হাজার মানুষ জিবন দিলো তাদের নাম সঠিক ভাবে উল্লেখিত হয়না।তিনি আরো বলেন, যখন এই ঢাকার বিভিন্ন জায়গায় পাকিস্তানীরা একের পর এক হত্যাকাণ্ড চালিয়েছিলো তখন এর প্রতিরোধ করেছিলো বাঙালির গঠিত সৈনিক বাহিনী ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট। তখন আমিও এই সৈনিকদের একজন ছিলাম। যদি এই ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধ গড়তে না পারতো তবে আজও এই দেশ পাকিস্তানের হাতে থাকতো।
.jpeg)
0 Comments
Welcome from our trending news. Thank you for your comment. We value your opinion. We write content with your feedback. I would be grateful if you would please follow me on my site