![]() |
| Pic: University Admission test |
আজ( ১৭ মার্চ ২০২৪) তারিখ বিকালে গুচ্ছ ভর্তি (স্নাতক ১ম বর্ষ) পরীক্ষার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ছিলেন এবং৷যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হবে। তিনি বলেন এবছরও এইচএসসি তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস অনুসারেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৭ এপ্রিল বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার মাধ্যমে এটি শুরু হবে। ৪ মে ২০২৪ তারিখে মানবিক এবং ১১ মে বানিজ্য বিভাগের ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে সম্পূর্ণ হবে।
যথাযথ সময়ে এবং সকল নিয়মের মধ্যেই পরিক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ যে গত ১২ ফেব্রুয়ারী হতে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত চলে গুচ্ছ ভর্তি আবেদন। গতবছরের মতো মানবন্টনেই
পরিক্ষা হবে ১০০ নম্বরের লিখিত (এমসিকিউ) তে। যেখানে বিজ্ঞান বিভাগের মানবন্টন হবে নিম্নরুপ
পদার্থ বিজ্ঞান = ২৫
রসায়ন = ২৫
গনিত = ২৫
বাংলা = ২৫
ইংরেজি = ২৫
জীববিজ্ঞান = ২৫
উক্ত বিষয়ের চারটি বিষয়ে ১০০ নম্বরে পরিক্ষা দিতে হবে। তারমধ্য পদার্থ ও রসায়ন আবশ্যিক বিষয় এবং ঐচ্ছিক সহ যেকোনো ২ টি বিষয় মোট চারটি বিষয় নির্বাচন করতে হবে।
গ ইউনিট :
বানিজ্য বিভাগের মানবন্টন হবে নিম্নরুপ
বাংলা =১৫
ইংরেজি = ১৫
হিসাব বিজ্ঞান =৩৫
ব্যবস্থাপনা = ৩৫
মোট ১০০ নম্বরের এমসিকিউ থাকবে।
খ ইউনিট:
বাংলা = ৩৫
ইংরেজি = ৩৫
সাধারণ জ্ঞান = ৩০
মোট ১০০ নম্বর।
প্রত্যেক বিভাগের জন্যই পাশ নম্বর ৩০। তবে বিষয় ভিত্তিক পাশ করতে হবে না।
এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে যে সকল বিশ্ববিদ্যালয় তারমধ্যে ১২ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ৯ টি সাধারণ বিশ্ববিদ্যালয় নিয়ে এবং কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত হয় এই সমন্বিত ভর্তি পরীক্ষা।
গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়গুলো হলো-
১.( জবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়
২. (খুবি) খুলনা বিশ্ববিদ্যালয়
৩. (কুবি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়
৩.(কনইব) কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
৪.(বেরোবি) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
৫. (ববি) বরিশাল বিশ্ববিদ্যালয়
৬. (রবি) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
৭.(বডিবি) বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়
৮.( শেহাবি)শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
৯.(শাবিপ্রবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১০. (হাদাবিপ্রবি) হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১১.(মাভাবিপ্রবি) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১২.(নোবিপ্রবি) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৩.(যবিপ্রবি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৪. (পাবিপ্রবি) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৫.(বশেমুবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৬. (পবিপ্রবি) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৭.(বশেমুরবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়
১৮.(চাবিপ্রবি) চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৯.(সুবিপ্রবি) সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২০.(রাবিপ্রবি) রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২১.(ফমুবিপ্রবি) ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২২.(বশেমুরবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়
২৪.( ইবি) ইসলামি বিশ্ববিদ্যালয়

0 Comments
Welcome from our trending news. Thank you for your comment. We value your opinion. We write content with your feedback. I would be grateful if you would please follow me on my site