Header

Wellcome to my Trending News! Website. Thank you

We need a content writer for this website Details more.........

ড. মোহাম্মদ ইউনুসের বিএনপি পরিবাসে মতবিনিময় সভা

 

Nobel laureate and Economist  Dr. Muhammad Yunus  


বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ইম্প্যাক্ট নেটওয়ার্ক, বিভিন্ন ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের দ্বারা আমন্ত্রিত   হন  । সেখানে বিএনপির পরিবাসের আমন্ত্রণে তিনি ক্ষুদ্র ঋণের ভবিষ্যৎ সম্পর্কে তার উপদেশ ও দৃষ্টি ভঙ্গি জানান। তার দৃষ্টি ভঙ্গি শুনতে উপস্থিত হন  ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠানের ৫০ টির ও বেশি বিশেষজ্ঞরা। সেখানে মতবিনিময় করেন বিএনপির পরিবাসের  সর্বোচ্চ কর্মকর্তা ও  বিএনপি পরিবহন এনগেজমেন্টের প্রধান ও বিএনপি পরিবহন নির্বাহী কমিটির সদস্য  এন্তোইনের সাথে। 

আজ ২৪ মার্চ ২০২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ১২:৪৬ টার দিকে তার ভেরিফাইড ফেইসবুকে তিনি একটি পোস্টের মাধ্যমে একথা জানান। 

Bank National the Paris( BNP Paribas) headquarter  


বিএনপি পরিবাস হলো মুলত একটি বহুজাতিক সার্বজনীন ব্যাঙ্ক এবং আর্থিক পরিষেবা হোল্ডিং কোম্পানি যার সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। এটিকে বিএনপি পরিষেবা ও বলে।এটি ১৮৪২ সালে  প্রতিষ্ঠিত হয়।  এটি  সম্পদের দিকে বিশ্বে নবম ও ইউরোপে সর্বোত্তম ব্যাংকিং গ্রুপ। এর সম্পদের পরিমান প্রায় £2.68 ট্রিলিয়ন। ফ্রান্সের সবচেয়ে শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান  ব্যাঙ্ক ন্যাশনাল ডি প্যারিসে (বিএনপি)  ও পরিবাসের নামকে একীভূত করে নাম করন করা হয় বিএনপি পরিবাস। এটি এখন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত। যদিও এটি প্যারিসের প্রতিষ্ঠান হিসেবেই পরিচিত। 


 উল্লেখ্য যে,  এর আগে ১৬ ই মার্চ   তিনি 'দ্যা  অব ট্রি পিস' পদক ভূষিত হন। 


Post a Comment

0 Comments