 |
| ছবি:ধানমন্ডিতে শিক্ষার্থীদের অবস্থান |
গত ৫ ই আগস্ট (স্বৈরাচারী) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র
আন্দোলনে তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন এবং দেশত্যাগ করেন। তার দেশত্যাগের পরেই
আওয়ামী লীগের সংসদ সদস্য সহ দলীয় নেতা কর্মীরা গেছেন আত্মা গোপনে। কেউ বিদেশ,কেউ
গোপালগঞ্জ আবার কেউ ছাড়ছেন নিজের বাড়ি। এর পর আবার ১১ তারিখ থেকে শোনা যায় তার
ভিন্নরুপের কথা বিভিন্নভাবে সক্রিয় হতে চেষ্টা করলেও ব্যর্থ হন তারা। তবে
সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে উঠে আসে প্রতিবাদের চিত্র।
তাদের অভিযোগ তাদের বাসাবাড়িতে হামলা এবং বিভিন্ন মন্দিরের হমলায় হয়। যা ভারতীয়
মিডিয়া থেকে জোরালোভাবে প্রত্যক্ষ করা যায়। সংখ্যালঘুরা ৮ দফা দাবি নিয়ে বিগত ২-৩ দিন শাহবাগ সহ দেশের ভিবিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেন। তবে কিছু কিছু হিন্দুদের মত ভিন্ন তারা বলেন, আমরা কেউ কোনো রাজনৈতিক দলের নয়। আমরা কোনো নির্যাতনের স্বীকার নয়।বরং আমাদের এখানে মুসলমানদের অনেকে নিরাপত্তা দিচ্ছে। যারা বলছে তাদের মন্দিরে হামলা হয়েছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে।তাদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।আমরা বেশ নিরাপদেই আছি।আশা করি তারাও আছে তবে তারা ভিন্ন কোনো স্বার্থ হাসিলে আমাদের সম্প্রদায়কে আন্দোলনে ব্যবহার করার চেষ্টা করছে। এরপরেই শেখ হাসিনা ভারত থেকে নেতাকর্মীদের নির্দেশ দেন ১৫ আগস্ট শোক দিবসে সবাই যেন ঢাকায় আসে। এমন একটি ফোন আলাপও ভাইরাল হয় নেট দুনিয়ায়
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা এমন খবর পেয়ে আরো কর্মসূচি ঘোষণা করেন তারই ধারাবাহিকতায় ১৪ তারিখ বিকাল ২ টায় সম্প্রতি সমাবেশ করেন শাহবাগে এবং রাতে অবস্থান কর্মসূচি পালন করেন ধানমন্ডি-৩২ এ। ১৫ আগস্ট আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ন্যসাৎ করতে তাদের এই অবস্থান। দেশের স্বাধীনতা রক্ষা করতে তাদের এই অবস্থান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান কেউ যাতে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে এবং ছাত্র জনতার অর্জনকে ন্যসাৎ করতে না তাই তাদের এই অবস্থান। তারা এখানে কালকে সকাল পর্যন্ত থাকবে এবং সকাল ১০ টায় শাহবাগে অবস্থান করবে। তিনি বলেন আমরা ততক্ষণে রাজপথে থাকবো যতক্ষণ স্বৈরাচারী খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে না পারবো। যারা দেশে এখনো তার দোসর আছে তারা চায় দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আমাদের ঐক্য বিনষ্ট করবে। কিন্তু ছাত্র-জনতা তা কোনোদিনও হতে দিবে না।
0 Comments
Welcome from our trending news. Thank you for your comment. We value your opinion. We write content with your feedback. I would be grateful if you would please follow me on my site